Wb Food Recruitment 2024-
প্রিয় চাকরি প্রার্থীর আজকের এই প্রতিবেদনে একটি দুর্দান্ত নিয়োগের খবর প্রকাশিত হয়েছে সেই বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা করবো।
পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর সম্প্রতি প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা যারা যারা আগ্রহী চাকরিপ্রার্থী আছেন তারা পশ্চিমবঙ্গের যেকোন জেলার ভারতীয় নাগরিক হয়ে থাকলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।
এই পদগুলোতে যারা চাকরি পাবেন তাদেরকে রাজ্যের খাদ্য দপ্তরে আধুনিক প্রযুক্তি ও সফটওয়্যার সিস্টেমের সাহায্যে কাজ করতে হবে। তাই পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ হতে চলেছে।
আজকের এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য যেমন- পদের নাম, মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বেতন কাঠামো, বয়সসীমা, আবেদন পদ্ধতি সমস্ত বিষয় তুলে ধরা হলো।
Post |
ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটার, সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল ও সফটওয়্যার
ডেভলপার |
Vacancy |
৫ টি |
বেতন |
₹40,000 |
আবেদনের শেষ তারিখ |
২৪/১০/২০২৪ |
আবেদন পদ্ধতি |
অনলাইন |
Post & Vacancy-
পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর থেকে যে যে পদে নিয়োগ হচ্ছে সেগুলি হল-
- ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটার,
- সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল ও
- সফটওয়্যার ডেভলপার।
এখানে সব মিলিয়ে মোট ৫টি শূন্যপদ রয়েছে।
Education Qualification-
এখানে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। সেগুলি নীচে আলোচনা করা হলো-
- ডেটাবেস এডমিনিস্ট্রেটর এবং সফটওয়্যার ডেভেলপার পদের জন্য প্রার্থীদের কম্পিউটার অ্যাপ্লিকেশন বা তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে স্নাতকোত্তর বা MCA ডিগ্রী অথবা কম্পিউটার সাইন্সে B.Sc অথবা B.E ডিগ্রী থাকতে হবে। এছাড়া ডেটাবেস এডমিনিস্ট্রেটর পদের ক্ষেত্রে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং সফটওয়্যার ডেভলপার পদের ক্ষেত্রে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই কম্পিউটার সায়েন্সে B.E অথবা B.Tech ডিগ্রী থাকতে হবে।
Salary Structure-
এখানে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো ধার্য করা হয়েছে। সেগুলোর নিচে আলোচনা করা হলো-
- ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদের জন্য মাসিক বেতন ₹৪০,০০০,
- সফটওয়্যার ডেভেলপার পদের জন্য মাসিক বেতন ₹৩৩,০০০,
- সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল পদের জন্য মাসিক বেতন ₹২১,০০০
Age Limit-
পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর-এর তরফ থেকে যে অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে বয়সসীমা সংক্রান্ত কোনো তথ্য উল্লেখ করা নেই। এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে।
Recruitment Process-
প্রার্থীদের আবেদনপত্র যাচাই করার পর আবেদনকারীদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই লিস্টে যে প্রার্থীদের নাম থাকবে তাদের লিখিত ও কোডিং টেস্ট নেওয়া হবে।
তারপর ইন্টারভিউ-এর জন্য ডাকা হবে। ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমেই এখানে চূড়ান্ত নিয়োগ সম্পন্ন হবে। প্রার্থীর সংখ্যা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন আনা হতে পারে।
Apply Process-
এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে “Apply Now” অপশনে ক্লিক করতে হবে।
এরপর প্রার্থীকে নিজের মোবাইল নাম্বার দিয়ে ওটিপির মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। ভেরিফিকেশন সম্পন্ন হলে আগ্রহি চাকরিপ্রার্থী নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং শেষে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন সম্পন্ন করতে হবে।
Important Date-
Important Link-
অফিশিয়াল ওয়েবসাইট- Click Here