দ্বিতীয় হয়েও মেলেনি শিক্ষক পদে চাকরি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে দুর্নীতির ছায়া!

ssc scam report

স্কুল সার্ভিস কমিশনের ২০২০র নিয়োগেও এবার দুর্নীতির ছায়া সবার সামনে এল! প্রথম দিকে নাম থাকলেও নিয়োগ হয়নি, এই অভিযোগে আদালতের দ্বারস্থ হলেন এক চাকরি প্রার্থী।চাকরিপ্রার্থীর অভিযোগ, মেধাতালিকায় তাঁর নাম দ্বিতীয় স্থানে থাকলেও নিয়োগ পাননি তিনি। একথা শুনে SSCকে রিপোর্ট দিতে বলেছে কলকাতা হাইকোর্ট।

মামলাকারী রানি সোনা-র দাবি, তিনি ২০২০ সালে সাঁওতালি মাধ্যম স্কুলে জীববিদ্যার শিক্ষকের পদের জন্য পরীক্ষা দেন তিনি। ফল প্রকাশ হলে তিনি দেখেন, মেধাতালিকায় তাঁর নাম রয়েছে দ্বিতীয় স্থানে। চাকরির আশায় বছরভর বসে থাকলেও ইন্টারভিউর জন্য SSCর থেকে কোনও ডাক পাননি তিনি। SSCকে চিঠি দিয়েও কোনও কাজ হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। 

বুধবার মামলাটি বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলাটি ওঠে। মেধাতালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্যক্তি চাকরি পাননি শুনে বিস্ময় প্রকাশ করেন তিনি। তিনি প্রশ্ন করেন, তাহলে চাকরি পেয়েছে কারা? এর পর SSCকে ২ সপ্তাহের মধ্যে কেন ওই প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়নি তার জবাব দিতে নিদের্শ দিয়েছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, দুর্নীতির দায়ে এসএসসির ২০১৬ সালের গোটা প্যানেলটাই খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এর ফলে প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল হয়েছে। যদিও হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কমিশন। আগামী সোমবার এই মামলার শুনানি। 

আরও পড়ুন- স্যর নিয়োগ কবে হবে? প্রশ্নের মুখে পড়ে যা জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদ

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন