স্যর নিয়োগ কবে হবে? প্রশ্নের মুখে পড়ে যা জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদ

 স্যর নিয়োগ কবে হবে? প্রশ্নের মুখে পড়ে যা জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদ

primary teacher recruitment

Chakrir Prostuti-

প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পালকে সামনে পেয়ে ফের চাকরির দাবি করলেন টেট পাশ চাকরি প্রার্থীরা। ওয়েবকুপার সম্মেলন উপলক্ষ্যে মালদায় এসেছেন গৌতম পাল। আর সেখানেই তাকে পেয়ে ২০২২ প্রাথমিক টেট পাস ডি এল এড ঐক্যমঞ্চের সদস্যদের প্রশ্ন 'স্যর নিয়োগ কবে হবে?'

রবিবার গৌতমবাবুকে ঘিরে অনেকে নানা প্রশ্ন করতে থাকেন। কেউ হাত জোড় করছেন, কেউ প্রণাম করছেন, কেউ কাকুতিমিনতি করতেও দেখা গেল। অকপট গৌতম পাল তখন চাকরিপ্রার্থীদের সঙ্গে আলোচনা করছেন। তিনি নানাভাবে চাকরি প্রার্থীদের বোঝানোর চেষ্টা করছেন।

স্যর, ২০২২-এর নিয়োগ কী হবে? ২০২২-এর সঙ্গে ২০২৩-এর নতুন নিয়োগ একসঙ্গে হবে না আলাদা হবে? এবছরের মধ্যে কি নিয়োগ হতে পারে? এরকম প্রশ্নের মুখে পড়ে নিরলসভাবে উত্তরও দিলেন তিনি। প্রত্যেকের সঙ্গে কথা বললেন। 

গৌতম পাল জানালেন, 'আমি রাতে শুতে গেলে তোমাদের ওই মুখগুলো ভেসে ওঠে। আমি চাই তোমাদের ভালো হোক।' এই বলে মাথায় হাত দিয়ে সকলকে আশীবাদ করে বেরিয়ে গেলেন তিনি।

আরও পড়ুন- নিয়োগে স্বচ্ছতা বজায় রাখতে MCQ পরীক্ষা চায় স্কুল সার্ভিস কমিশন!

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন