Chakrir Prostuti-
ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। ফ্রেশারদের চাকরি দিচ্ছে TCS, হবে প্রচুর নিয়োগ। ১১.৫ লাখের প্যাকেজ! ফ্রেশারদের নিয়োগ প্রক্রিয়া শুরু করল টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)।
চাকরি কাদের দেওয়া হবে?
ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থার ওয়েবসাইট অনুযায়ী, ২০২৪ ব্যাচের বিটেক, বিই, এমসিএ, এমএসসি এবং এমএস উত্তীর্ণরা চাকরির জন্য আবেদন করতে পারবেন। আগামী ১০ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে।
আবেদন করার প্রক্রিয়া
স্যালারি
ফ্রেশারদের তিনটি স্যালারি প্যাকেজ আছে। তিনটি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে - নিনজা ক্যাটেগরি, ডিজিটাল ক্যাটেগরি এবং প্রাইম ক্যাটেগরি। টিসিএসের তালিকা অনুযায়ী, নিনজা ক্যাটেগরির আওতায় স্যালারি প্যাকেজ হল ৩.৩৬ লাখ টাকা।
ডিজিটাল ক্যাটেগরির আওতায় বার্ষিক সাত লাখ টাকার স্যালারি প্যাকেজ অফার করা হয়। প্রাইম ক্যাটেগরির আওতায় নয় লাখ থেকে ১১.৫ লাখ টাকার আওতায় ঘোরাফেরা করে বার্ষিক স্যালারি প্যাকেজ। এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
আবেদন করার জন্য 👉এই লিঙ্কে ক্লিক করুণ
আরও পড়ুন- মাথায় হাত BEd করা শিক্ষকদের! চাকরি বাতিল করে DElEd প্রার্থীদের নিতে বলল হাইকোর্ট