রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বড় মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তাড়াতাড়ি দেখে নিন

wbbpe primary teacher recruitment

চাকরির প্রস্তুতি ঃ-

নতুন করে আবার শিক্ষক নিয়োগ করার কথা জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। লোকসভা ভোটের পরেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ হবে বলে জানালে শিক্ষামন্ত্রী। শনিবার বহরমপুরে এ কথা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 

বহরমপুর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্যোগে ৩৯তম রাজ্য বার্ষিক ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। সেখান থেকেই নিয়োগের কথা জানালেন শিক্ষামন্ত্রী। তিনি বললেন লোকসভা ভোটের পরেই রাজ্যে প্রাথমিকে শিক্ষক নিয়োগ করা হবে। 

নিয়োগ সম্পর্কে ব্রাত্য বসু বলেন, “চাপের মধ্যেও মাথা ঠান্ডা রেখে আমরা দু-দুটি বছরের টেট নিয়েছি। ২০২২ ও ২০২৩ সালের। ইতিমধ্যেই ১০ হাজার শিক্ষক নিয়োগ করা হয়েছে। অতি-স্বচ্ছতার সঙ্গে এই নিয়োগ হয়েছে। 

আরও পড়ুন- Lecturer Recruitment: রামকৃষ্ণ মিশন শিল্পপীঠে স্থায়ীপদে লেকচারার এবং অন্যান্য পদে নিয়োগের আবেদন চলছে 

লোকসভা ভোটের পর দ্বিতীয় দফায় আবারও শিক্ষক নিয়োগ করা হবে। মনে রাখতে হবে, এ-সব নিয়োগ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সময়ে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই হয়েছে। আমরা সব সময়ই স্বচ্ছতার সঙ্গে কাজ করি। ভবিষ্যতেও সেভাবে কাজ করে যাব। এই যে আমরা স্কুলের পড়ুয়াদের মিড-ডে মিল দিই, তাতে সারা দেশে বাংলা প্রথম স্থানে।"

অন্যদিকে, প্রাথমিক শিক্ষা পর্ষদ গৌতম পাল মহাশয় বলেন যে, “পর্ষদ ঠিক সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে, টেট পাশ চাকরি প্রার্থীরা আবেদন করবেন, সেখানে যোগ্যরা চাকরি পাবেন।

আমরা আগেই বলেছি টেট পাশ করা মানেই চাকরি নয়, এটা কেবল একটা যোগ্যতা। তাছাড়া টেট পাশ করলেই যে সাথেসাথে ইন্টারভিউয়ে ডাকতে হবে এমন কোনও কথা নেই কিন্তু। 

আমরা কিন্তু টেট পাশের সার্টিফিকেট বলে দিয়েছি এটা কিন্তু চাকরি পাওয়ার কোনও গ্যারান্টি নয়। নিয়ম মেনে নিয়োগ হবে।”

আরও পড়ুন- Wb primary শিশু মনস্তত্ব মক টেস্ট ।। Child Psychology Part-5

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন