৯,১৪৪ শূন্যপদে ভারতীয় রেলে বিপুল নিয়োগ চলছে, দেখে নিন কারা কী ভাবে আবেদন করবেন?

RRB Indian Railway Recruitment 2024
Chakrir Prostuti


RRB Indian Railway Recruitment 2024: 

যারা রেলে চাকরি করতে চান তাদের জন্য বিশেষ সুখবর। Indian Railways-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। Technician Grade-I Signal ও Technician Grade-III পদে কর্মী নিয়োগ করা হবে। দুটি পদ মিলিয়ে মোট ৯১৪৪ টি শূন্যপদ রয়েছে। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-

পদের নাম

যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল নিম্নরূপ-

১) Technician Grade-I Signal

২) Technician Grade-III

মোট শূন্যপদ

Technician Grade-I Signal পদে মোট শূন্যপদ রয়েছে ১০৯২ টি ও Technician Grade-III পদের জন্য মোট ৮০৫২ টি শূন্যপদ রয়েছে। দিয়ে সব মিলিয়ে মোট ৯১৪৪ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

বয়সসীমা

Technician Grade-I Signal পদের জন্য যারা আবেদন করবে তাদের বয়স ১৮ থেকে ৩৬ বছর এবং Technician Grade-III পদের জন্য যারা আবেদন করবে তাদের বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

আরও পড়ুন- রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বড় মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তাড়াতাড়ি দেখে নিন 

বেতন

ক্রমিক নম্বরপদের নামমাসিক বেতন
1Technician Grade-I Signal২৯,২০০ টাকা
2Technician Grade-III১৯,২০০ টাকা

আবেদন প্রক্রিয়া

এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইন (Online) মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে। স্থানভেদে আবেদন লিংক আলাদা রয়েছে। নিম্নে সেগুলি দেওয়া হলো-

Ahmedabad – www.rrbahmedabad.gov.in

Ajmir- www.rrbajmir.gov.in

Prayagraj – www.rrbald.gov.in

Bengaluru – www.rrbnc.gov.in

Bhopal – www.rrbbhopal.gov.in

Bhubaneswar – www.rrbbbs.gov.in

Bilaspur – www.rrbbilaspur.gov.in

Chandigarh – www.rrbcdg.gov.in

Chennai – www.rrbchennai.gov.in

Gorakhpur – www.rrbgkp.gov.in

আরও পড়ুন- Police Recruitment: রাজ্য পুলিশে সাব ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগ চলছে, জেনেনিন নিয়োগ পদ্ধতি

Guwahati – www.rrbguwahati.gov.in

Jammu-Srinagar – www.rrbjammu.nic.in

Kolkata – www.rrbkolkata.gov.in

Malda – www.rrbmalda.gov.in

Mumbai – www.rrbmumbai.gov.in

Muzaffarpur – www.rrbmuzaffarpur.gov.in

Patna – www.rrbpatna.gov.in

Ranchi – www.rrbranchi.gov.in

Secunderabad – www.rrbsecunderabad.gov.in

Siliguri – www.rrbsiliguri.gov.in

Thiruvananthapuram – www.rrbthiruvananthapuram.gov.in

আরও পড়ুন- রাজ্যে সরাসরি লাইব্রেরিয়ান নিয়োগ চলছে, তাড়াতাড়ি আবেদন পদ্ধতি দেখে নিন 

আবেদন ফি

আবেদন ফ্রি হিসেবে প্রার্থীদের ৫০০ টাকা প্রদান করতে হবে তবে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থী সহ প্রতিবন্ধী প্রাক্তন সৈনিক সকলকে ২৫০ টাকা প্রদান করতে হবে।

আবেদনের শেষ তারিখ

০৯.০৩.২০২৪ থেকে আবেদনের কাজ শুরু হয়েছে। আবেদনের কাজ চলবে ০৮.০৪.২০২৪ তারিখ ১১:৫৯ পর্যন্ত।

আরও পড়ুন- কল্যাণী বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হল,  বিস্তারিত দেখে নিন

আবেদন করার জন্য 👉এই লিঙ্কে ক্লিক করুণ 

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন