কার্বন মনোক্সাইড কি গ্রীনহাউস গ্যাস?
Chakrir Prostuti-
২০২২ এ যে প্রাথমিক টেট হয়েছিলো সেই টেট নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে মামলা। মূলত একাধিক প্রশ্ন ও উত্তর নিয়ে মামলা দায়ের হয়েছে। ২০২২-এর প্রাথমিক টেট প্রশ্ন এবং মডেল উত্তর নিয়েও মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। তার শুনানি রয়েছে ২ এপ্রিল। প্রাথমিক শিক্ষা পর্ষদের মতামত জানতে চেয়েছে আদালত। ২ এপ্রিল তা জানিয়ে দেওয়া হবে।
পর্ষদের উত্তরে গ্রীনহাউস গ্যাস কার্বন ডাই অক্সাইডকে বলা হয়েছে। যদিও চাকরি প্রার্থীদের দাবি, গ্রিনহাউস গ্যাসের অন্যতম উদাহরণ কার্বন মনোক্সাইড। যদিও পর্ষদের বিশেষজ্ঞদের বক্তব্য, কার্বন ডাই অক্সাইড গ্রিনহাউস গ্যাস হলেও কার্বন মনোক্সাইড তার আওতায় পড়ে না। এই দূষিত গ্যাসটি পরিবেশের জন্য যথেষ্ট ক্ষতিকর হলেও তা পরিবেশ তথা বাতাসের তাপমাত্রা বাড়ায় না, ফলে এটা বলা যায় যে এটি গ্রীন হাউস গ্যাস নয়।
আবার, হর্টিকালচারজাত ফসলের যে প্রশ্ন ছিল সেখানে উদাহরণ হিসেবে পর্ষদের মডেল উত্তরে ছিল আম এবং লিচু। এদিকে, কিছু প্রার্থীর দাবি, চা এবং কফিও সঠিক উত্তর।
আবার সুপার সাইক্লোন উম-পুনের বাংলা সঠিক উচ্চারণ নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। এরকম একাধিক প্রশ্ন নিয়ে অভিযোগ তোলা হয়েছে। এই অবস্থায় আদালতে কি জানায় পর্ষদ, সেটাই এখন দেখার।
আরও পড়ুন- 1930টি শূন্যপদ নার্সিং অফিসার নিয়োগ চলছে, জেনে নিন আবেদনের শেষ তারিখ