West Bengal Job:
রাজ্য সরকারের অধীনে একটি সংস্থায় করা হবে কর্মী নিয়োগ। এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে শুধুমাত্র ইন্টারভিউ-এর মাধ্যমে। উচ্চ হারে বেতন প্রদান করা হবে। দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড কোম্পানির (DPL) তরফ থেকে করা হবে এই নিয়োগ।
দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড কোম্পানি তরফ থেকে প্রকাশিত হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি। উক্ত বিজ্ঞপ্তিতে শূন্যপদ, আবেদনের যোগ্যতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কিত তথ্য গুলি আলোচনা করা হয়েছে।
উক্ত কোম্পানিতে আগ্রহী প্রার্থীরা বিনামূল্যে আবেদন জানাতে পারবেন। কেবলমাত্র পার্সোনাল টেস্ট অর্থাৎ ইন্টারভিউ-এর দ্বারা যোগ্য ব্যক্তিকে মনোনীত করে করা হবে নিয়োগ। রাজ্য সরকার নিয়ন্ত্রণাধীন এই দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড কোম্পানিতে চুক্তিভিত্তিক Assistant Manager পদে করা হবে কর্মী নিয়োগ।
আরও পড়ুন- রাজ্যে সরাসরি লাইব্রেরিয়ান নিয়োগ চলছে, তাড়াতাড়ি আবেদন পদ্ধতি দেখে নিন
উক্ত পদের জন্য যোগ্য মনোনীত প্রার্থীকে বাঁকুড়ার বড়জোড়ার TDSM খনিতে কাজে নিযুক্ত করা হবে। দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মাইন্ড সেফটি পদে করা হবে কর্মী নিয়োগ।
যোগ্য মনোনীত প্রার্থীকে নিয়োগ করা হবে ১ বছরের চুক্তিতে। পরবর্তী সময়ে এই চুক্তির মেয়াদ ৩ বছর অবধি বর্ধিত করা হতে পারে। উক্ত পদে যোগ্য মনোনীত প্রার্থীকে প্রদান করা হবে মোটা অঙ্কের বেতন। প্রকাশিত বিজ্ঞপ্তি জানানো হয়েছে আগ্রহী ব্যক্তির যোগ্যতা সম্পর্কে।
উক্ত পদে আগ্রহী আবেদনকারী প্রার্থীদের সর্বাধিক বয়সের সীমা ৫৫ বছরের মধ্যে হতে হবে।আগ্রহী আবেদনকারী প্রার্থীদের সরকার শিক্ষিত যেকোনো বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক থাকতে হবে।
এর সঙ্গে কয়লা খনিতে কাজের দক্ষতা থাকা প্রয়োজন। এর সাথে কয়লা খনিতে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। তবে কোনো আবেদনকারীর ওপেন মাইনে ২ বছরের অভিজ্ঞতা থাকলে তাকে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনকারীরা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট https://dpl.net.in পোর্টালে গিয়ে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন- কল্যাণী বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হল, বিস্তারিত দেখে নিন
উক্ত কোম্পানিতে অগ্রহিপ্রার্থীরা খুব সহজেই আবেদন করতে পারবেন। উক্ত কোম্পানিতে কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারী প্রার্থীদের সমস্ত নথিপত্র নিজের, দু কপি পাসপোর্ট সাইজ ছবি উক্ত কোম্পানির হেডকোয়ার্টারে প্রেরণ করতে হবে।
আবেদনকারী প্রার্থীদের আবেদন পত্রের সফট কপি কোম্পানির ফেসিয়াল ই-মেইল আইডিতে সেন্ট করতে হবে। সমস্ত নথিগুলো জেরক্স করে সেল্ফ অ্যাটেস্টেড করে তারপর পাঠাতে হবে কতৃপক্ষের কাছে।
উক্ত পদে যোগ্য প্রার্থীদের নিযুক্ত করার পর প্রতি মাসে ৬৩ হাজার টাকা বেতন দেওয়া হবে। তার সঙ্গে উক্ত প্রার্থীদের মাইনস অ্যালাওয়েন্স প্রদান করা হবে ৫,০০০ টাকা। আবেদনকারীদের সেন্ট জনস অ্যাম্বুল্যান্স অনুমোদিত ফার্স্ট এডের বৈধ শংসাপত্র এবং মেডিক্যাল ফিটনেস শংসাপত্র থাকা আবশ্যক।
আরও পড়ুন- ৯,১৪৪ শূন্যপদে ভারতীয় রেলে বিপুল নিয়োগ চলছে, দেখে নিন কারা কী ভাবে আবেদন করবেন?
কোম্পানির তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, আবেদনকারী প্রার্থীদের বাংলা ভাষায় দক্ষতা থাকা আবশ্যক। মার্চ মাসের ৩য় সপ্তাহের মধ্যে আবেদনকারীদের আমাদের পত্র জমা করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে জানানো হবে কারা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন।
সংস্থার যে যে ঠিকানায় আবেদন পত্রটি পাঠাতে হবে তা হল-
To the General Manager (HR&A) DPL Administrative Building Dr B.C Roy Avenue Durgapur – 713201 Dist – West Bardhaman. সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটাইস্টার করে অফিশিয়াল ইমেইল আইডি career@dpl.net.in-তে পাঠাতে হবে।
আরও পড়ুন- সরাসরি ৫১,০০০ শূন্যপদে পোস্ট অফিসে চাকরির সুযোগ! তাড়াতাড়ি দেখুন
আবেদন করার জন্য 👉এই লিঙ্কে ক্লিক করুণ