WBPSC: পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি ২০২৪ ।। মাসিক বেতন আনুমানিক ৩৬ হাজার টাকা

wbpsc foreman and supervisor recruitment notification out

WBPSC: পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি ২০২৪

চাকরির প্রস্তুতিঃ-  

চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর। রাজ্যের অধীনস্ত কারিগরী শিক্ষা দপ্তরের অধীনে বেশ কিছু শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এই নিয়োগ করা হবে। আপনাদের মধ্যে যারা কারিগরী শিক্ষা দপ্তরে কাজ করতে আগ্রহী তারা কিন্তু আবেদন করতে পারেন। 

WBPSC সুপারভাইজার  নিয়োগ 2024 বিশদে- 

Job LocationWest Bengal
Job Type State Government Job
Name of Recruitment  WB PSC Supervisor Recruitment 2024
Name of OrganizationWest Bengal Public Service Commission (WBPSC )
Number of Vacancies 1100 (Expected))
Notification Released onReleased Soon
Application ModeOnline
Official Websitehttps://www.pscwbonline.gov.in

শিক্ষাগত যোগ্যতাঃ- 

আগ্রহী চাকরি প্রার্থীদের মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অটোমোবাইল অথবা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ন্যূনতম তিন বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। বাংলা এবং নেপালি ভাষা জানতে হবে। 

বয়সের ছাড়ঃ- 

CategoryAge Relaxation 
OBC-NCL3-Years
SC / ST5-Years
PWD6-Years

আবেদন মূল্যঃ-

CategoryFee
SC / ST / PWDNo Fee 
All other CandidatesRs 160/-

মাসিক বেতনঃ-

মাসিক বেতন ৩৫০০০ হাজার ৮০০ টাকা থেকে ৯২০০০ হাজার ১০০ টাকা পর্যন্ত। রাজ্য সরকারের বেতন কমিশনের লেভেল ১২ অনুযায়ী মাসিক ৩৫,৮০০/- থেকে ৯২,১০০/- পর্যন্ত বেতন প্রদান করা হবে। 


আবেদন পদ্ধতিঃ-

পাবলিক সার্ভিস  কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট -এ যেতে হবে আবেদন করার জন্য। আবেদনের শেষ তারিখ ২২ শে ফেব্রুয়ারী ২০২৪। 

অনলাইন এ আবেদন করার  LinkClick Here

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন